প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ১৫:৪৮
ফরিদগঞ্জে পাকা ভবনের তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরি
ফরিদগঞ্জে পাকা ভবনের কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল গভীর রাতের কোন এক সময় উপজেলার ৫ নং গুপটি ইউনিয়নের নারিকেল তলা গ্রামের নোয়া বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
|আরো খবর
চুরির দায়ে ক্ষতিগ্রস্ত উপজেলার গল্লাক ডিগ্রী কলেজের লাইব্রেরিয়ান নুরে আলম জানান, শুক্রবার সন্ধ্যায় পার্শ্ববর্তী উপজেলা হাজীগঞ্জ বাজার থেকে তার মোটরসাইকেল যোগে নিজস্ব ওষুধের দোকানের জন্য ৫০ হাজার টাকার ঔষধ কিনে আনেন। এবং হাজীগঞ্জ বাজার থেকে আসতে গবীর রাত হয়ে যাওয়ায় ঔষধের কাটুন দোকানে না রেখে বাড়িতে নিয়ে যায়। এবং বাড়িতে গিয়ে তিনি খাওয়া দাওয়া সেরে গেটে তালা লাগিয়ে প্রতিদিনের ন্যায় শুয়ে পড়েন। পরে শনিবার ভোরে ফজরের নামাজের আজান দিলে নামাজের জন্য প্রস্তুতি নিতে ঘুম থেকে উঠলে দেখেন বিল্ডিং এর দু'পাশের গেইট খোলা। পরে দেখেন তালা ভেঙ্গে চোরের দল তার টিভিএস মোটরসাইকেল যার নং ঢাকা মেট্রো - হ- ২৬-৪৬৯৬ সহ তার দোকানের জন্য আনা ৫০ হাজার টাকার ঔষধের কাটুন নেই।
বিষয়টি নিয়ে নূরে আলম ও এলাকার বিভিন্নজন জানান ইতিপূর্বে এলাকার সাবেক চেয়ারম্যান গণি পাটোয়ারীর ছেলে বিপ্লব পাটোয়ারীর মোটরসাইকেল ও বর্তমান চেয়ারম্যান শাহাজান পাটোয়ারীর ছেলে কচি পাটওয়ারীর মোটরসাইকেল সহ বিভিন্ন জনের মোটরসাইকেল চুরির খবর পাওয়া গেছে। এছাড়া অত্র এলাকার বিভিন্ন বাড়িতেই মাঝে মধ্যে চুরির খবর শুনতে পাই। এ এঘটনায় এলাকায় চোর আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর বিশ্বাস এই এলাকায়, টহল পুলিশের ডিউটি বাড়ানো হলে এই ধরনের চুরির কারবারি বন্ধ হয়ে যাবে। এ বিষয়ে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।